top of page
Search

খরনদ্বীপ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্ষিপ্ত পরিচিতি

খরনদ্বীপ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবাইকে স্বাগতম। আমাদের বিদ্যালয়ের মূল উদ্দেশ্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা। বিদ্যালয়ের তথ্যসমূহ নিম্নরূপঃ


ঠিকানাঃ ৮নং শ্রীপুর খরনদ্বীপ, গ্রামঃ খরণদ্বীপ, ডাকঘরঃ খরনদ্বীপ, উপজেলাঃ বোয়ালখালী, জেলাঃ চট্টগ্রাম।

ক্লাস্টারঃ খরনদ্বীপ, ওয়ার্ড নংঃ ০৩, স্থাপিতঃ ১৮৪২ ইং। বিদ্যালয়ের কোড নংঃ ৪১১০৭০৮০৭ ভবন পূর্ণ নির্মাণঃ ২০০৬-২০০৭


১। কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের তালিকাঃ

(ক) জনাবা শাহানারা আলম - প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)।

(খ) জনাবা শান্তা পাল - সহকারী শিক্ষক।

(গ) জনাবা চুমকি বড়ুয়া - সহকারী শিক্ষক।

(ঘ) জনাবা সুমিত্রা দেবী - সহকারী শিক্ষক।

(ঙ) জনাবা মিলি চক্রবর্তী - সহকারী শিক্ষক।

(চ) জনাব অনুপ দত্ত - সহকারী শিক্ষক।

(ছ) জনাব নাঈম উদ্দিন - অফিস সহকারী।


২। বিদ্যালয়ে অধ্যায়নরত মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫১ জন (ছাত্র - ১০০ জন, ছাত্রী - ১৫১ জন)।

(ক) প্রাক-প্রাথমিক শ্রেণী (সর্বমোট - ১৯ জন) - ছাত্র - ৬ জন, ছাত্রী - ১৩ জন।

(খ) ১ম শ্রেণী (সর্বমোট - ৪৫ জন) - ছাত্র - ২৩ জন, ছাত্রী - ২২ জন।

(গ) ২য় শ্রেণী (সর্বমোট - ৪৫ জন) - ছাত্র - ১৪ জন, ছাত্রী - ৩১ জন।

(ঘ) ৩য় শ্রেণী (সর্বমোট - ৫৫ জন) - ছাত্র - ২৭ জন, ছাত্রী - ২৮ জন।

(ঙ) ৪র্থ শ্রেণী (সর্বমোট - ৫১ জন) - ছাত্র - ১৮ জন, ছাত্রী - ৩৩ জন।

(চ) ৫ম শ্রেণী (সর্বমোট - ৩৬ জন) - ছাত্র - ১২ জন, ছাত্রী - ২৪ জন।

ree

 
 
 

Comments


©২০২১ খরনদ্বীপ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

bottom of page