খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টার ভিত্তিক অনলাইন সভা (০২-০৭-২০২০)
- অনুপ দত্ত 
- Jul 19, 2020
- 1 min read
খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টারের অধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের উপস্থিতিতে ০২-০৭-২০২০ ইং তারিখে খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টার ভিত্তিক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভার আয়োজন করেন উপজেলার (বোয়ালখালী) সহকারী শিক্ষা কর্মকর্তা জনাবা আমাতুল্লাহ আরজু। জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এই অনলাইন সভায় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, সামগ্রিক অবস্থা এবং বিদ্যালয়গুলোর সাংগঠনিক ও কাঠামোগত উন্নয়ন বিষয়ে মত বিনিময় করা হয়।










Comments