top of page
Search

খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টার ভিত্তিক অনলাইন সভা (০২-০৭-২০২০)

খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টারের অধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের উপস্থিতিতে ০২-০৭-২০২০ ইং তারিখে খরনদ্বীপ-চরনদ্বীপ ক্লাস্টার ভিত্তিক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। অনলাইন সভার আয়োজন করেন উপজেলার (বোয়ালখালী) সহকারী শিক্ষা কর্মকর্তা জনাবা আমাতুল্লাহ আরজু। জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত এই অনলাইন সভায় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, সামগ্রিক অবস্থা এবং বিদ্যালয়গুলোর সাংগঠনিক ও কাঠামোগত উন্নয়ন বিষয়ে মত বিনিময় করা হয়।

ree

 
 
 

Comments


©২০২১ খরনদ্বীপ হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

bottom of page